Skip to main content

Posts

Featured

টেরোডার্টাসের মমি [Part - 1]

জিনিসটা অভিশপ্ত বলে দাবি করছে কিছু লোক। আবার অনেকেই এটি দেখামাত্রই আর্তচিৎকার করে ভগবানের নাম উচ্চারণ করছে। এইসবই ফালতু কুসংস্কার। তাদের মেরুদণ্ডহীন যুক্তি কোনোভাবেই আমাদের মত প্রত্নতাত্ত্বিকদের সামনে টিকবে না। এখানকার লোকেরা বড়ই কুসংস্কারে বিশ্বাসী। যত অদ্ভূতই হোক না কেন জিনিসটাতো একটা নকশা করা কাঠের বাক্স ছাড়া আর কিছুই নয়। গত সপ্তাহের রবিবার খবর পাই আমাদের সংস্থা মিশরে একটা নতুন পিরামিড আবিষ্কার করেছে। পিরামিড টা কিন্তু উচ্চতায় অন্যান্য পিরামিডের থেকে বেশ অনেকটাই ছোট এবং অন্য রকম জায়গায়। একটু অন্যরকম জায়গায় বলতে বেশির ভাগ পিরামিডগুলো যে এলাকায় আছে তার থেকে বেশ অনেকটা দূরে আবিষ্কার করা হয়েছে। পিরামিডের ভিতরে ছোট ছোট ছটা কক্ষ আছে সর্বশেষ কক্ষটি আজকে খোলা হয়েছে এবং তাতেই ছিল মমি এবং অনেক আসবাবের মধ্যে এই অদ্ভুত বাক্সটা। অন্যান্য কক্ষগুলোতে যে জিনিস গুলো পাওয়া গেছে তার থেকে আন্দাজ করা যায় মমিটির আসলে সে যুগের মিশরের এক বড় জাদুকর পুরোহিতের। তার পিরামিড থেকে মূল্যবান তেমন কিছু পাওয়া যায়নি শুধুমাত্র কয়েকটা মন্ত্রচ্চারিত লিপি সমৃদ্ধ বাক্সগুলো ছাড়া। তবে আজকে মমির কক্ষ থেক

Latest posts